ঝড়ের কবলে পড়ল ডোনাল্ড ট্রাম্পের বিমান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান ঝড়ের কবলে পড়েছে। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
আজ বৃহস্পতিবার ফক্স নিউজের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের বিমানটি দুলছে এবং সেই অবস্থায় তিনি বিমানের মধ্যে থেকে সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছেন।
মজার ছলে তিনি বলছেন, আজ আমার রাইডটি মোটেও স্থিতিশীল যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন। এশিয়াতে দমকা আবহাওয়া চলছে মনে হচ্ছে।
এসময় ট্রাম্প আরও উল্লেখ করেন, মানুষ দেখে বলবে যে ট্রাম্প ইন্টারভিউ দিতে গিয়ে কাঁপছেন, যদিও ঘটনাটি মোটেও তা নয়। আমি মোটেও ইচ্ছা করে কাঁপছি না আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের টিভিতে আজকে খুবই খারাপ দেখা যাবে বলেও সাংবাদিকদের বলেন মার্কিন প্রেসিডেন্ট।
মন্তব্য করুন
