লাবুবু ট্রেন্ডে গা ভাসালেন অমিতাভ বচ্চন

 

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এবার তিনি গা ভাসিয়েছেন ইন্টারনেটের নতুন ট্রেন্ড ‘লাবুবু’ ক্রেজে। গত কয়েক মাস ধরে এই অদ্ভুত, সুন্দর, অথচ কিছুটা ভুতুড়ে দেখতে পুতুলগুলো তারকাদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

অনন্যা পান্ডে, শিল্পা শেঠি এবং উর্বশী রাউতেলার মতো তারকারা ইতোমধ্যেই নিজেদের লাবুবু-প্রেমের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের ‘বিগ বি’।

তবে এই পুতুল নিয়ে যতই উদ্দীপনা থাকুক না কেন, এটি নিয়ে বিতর্কও কম নয়। ভারতীর মতো একাধিক তারকাকে বলতে শোনা গেছে, পুতুলটি বাড়িতে আনার পর থেকেই নাকি একের পর এক খারাপ ঘটনা ঘটতে শুরু করেছে! এমন 'অশুভ' গল্পের জন্যই লাবুবুকে ঘিরে একটা চাপা আতঙ্ক রয়েছে। আর ঠিক এই কারণেই, অমিতাভ বচ্চনকে তার গাড়িতে এই পুতুল রাখতে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছেন তাঁর অগণিত ভক্ত।

বিগ বি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গাড়ির ভেতর থেকে একটি ছোট ভিডিও শেয়ার করে এই ট্রেন্ডে যোগ দেন। ভিডিওতে দেখা যায়, তার গাড়ির সামনে শোভা পাচ্ছে একটি লাবুবু পুতুল। নিজের সেই চেনা, গম্ভীর গলায় অভিনেতা ভক্তদের সঙ্গে পুতুলটির পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আপনাদের সামনে লাবুবু। এখন আমার গাড়িতে।’
তবে অমিতাভের এই পোস্টে কমেন্ট বক্স ভরে ওঠে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়ায়। একদিকে যেমন কয়েকজন মজা করে লিখেছেন, ‘জিটিএ ৬’ -এর আগে আমরা অমিতাভ স্যারকে লাবু নিয়ে কথা বলতে দেখলাম!’, তেমনি বেশিরভাগ ভক্তই এই ‘ভুতুড়ে গল্পের’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিগ বি-কে সতর্ক করেছেন।

অভিনেতাকে দ্রুত সতর্ক করে একজন ভক্ত লেখেন, ‘স্যার, এটা ফেলে দিন।’ আরেকজন ভক্ত উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘হ্যালো অমিত স্যার। দয়া করে এটা সরিয়ে ফেলুন, শুনেছি এটা দুর্ভাগ্য নিয়ে আসে।’ তৃতীয় একজনও একই মন্তব্য করে লেখেন, ‘স্যার, এটা ফেলে দিন। এটা ভালো না।’ পুতুলটির অশুভ খ্যাতি নিয়ে বলিউডের এই প্রবীণ তারকার ঝুঁকি নেওয়া তাঁর ভক্তমহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।


মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url