‘তারা আমার চুল নাই করে দিয়েছে’, ছবি দেখে ক্ষেপলেন ট্রাম্প


 টাইম ম্যাগাজিনে নিজের প্রকাশিত ছবি দেখে ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘অত্যন্ত বাজে’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, ‘তারা আমার চুল নাই করে দিয়েছে’।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ছবি নিয়ে ক্ষোভে ঝারেন ট্রাম্প। তিনি লিখেছেন, “টাইম ম্যাগাজিন আমাকে নিয়ে ভালোই একটি প্রতিবেদন লিখেছে। কিন্তু ছবিটা সর্বকালের সবচেয়ে বাজে। তারা আমার চুল নাই করে দিয়েছে। আমার মাথার ওপর ভাসমান এমন কিছু যুক্ত করেছে, যেটি দেখে মনে হয় যেন কোনো মুকুট। কিন্তু এটি অনেক ছোট। খুবই বিদঘুটে! নিচের অ্যাঙ্গেল থেকে ছবি তোলা আমার কখনোই পছন্দ ছিল না। কিন্তু এটি অনেক বেশি খারাপ ছবি। প্রশ্ন তুলতে হয়? টাইম ম্যাগাজিনের কর্মীরা কি করছে? কেন করছে?”

টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ সংস্করণের সামনের মলাটে ট্রাম্পের ছবি দিয়েছে। এবারের ম্যাগাজিনের মূল শিরোনাম তারা করেছে ‘তার বিজয় (হিস ট্রাইয়াম্প)’ নামে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পকে কৃতীত্ব দিয়ে তার সম্পর্কে প্রতিবেদনে ছাপিয়েছে টাইম ম্যাগাজিন। ২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই বছরের বেশি সময় ধরা চলা এ যুদ্ধে গত শনিবার থেকে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি কার্যকর হয়। যা এখনো সক্রিয় আছে।

এবার যুদ্ধবিরতির চুক্তি করতে ট্রাম্প নিজে এগিয়ে আসেন। তার ব্যক্তিগত হস্তক্ষেপে চুক্তির পর ২০ জীবিত ইসরায়েলি জিম্মি ছাড়া পেয়েছে। অপরদিকে কয়েকজ হাজার ফিলিস্তিনি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে এ যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে কি না সেটি এখনো নিশ্চিত নয়।



মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url