চট্টগ্রামে যুবলীগ কর্মী গ্রেপ্তার

 


চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ নুরুল মোস্তফা টিপুর (৫০) নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সরকারি কমার্স কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম রয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, টিপু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে কমার্স কলেজ সংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থানের তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে শর্টগান, নাইন এমএমসহ বিভিন্ন ধরনের অস্ত্রের বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে। 


মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url