খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে : রিজভী

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।’ সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন খালেদা জিয়া বলেও জানান তিনি।

অগ্নিদুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ‘বারবার অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে, এসবের পেছনে কোনো পরিকল্পনা আছে কি না তা ভাবা প্রয়োজন। ভারত চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক।’

জুলাই সনদকে ‘মেঘনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠা করতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘ডেমোক্র্যাসির জায়গায় মবক্র্যাসি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url