টেক্সাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

 


ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের একটি পরিত্যক্ত বিদ্যুৎকেন্দ্র। প্রায় ৩০ বছররেরও বেশি সময় ধরে সেটি বন্ধ ছিল।

রোববার (১৬ নভেম্বর) হঠাৎই আগুন লাগে স্যান লিওন এলাকার বিদ্যুৎকেন্দ্রটিতে।

এসময় গ্যালভেস্টন কাউন্টির কয়েকটি শহরের আকাশে ছড়িয়ে পড়ে ঘন ও কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ। আশপাশের বাসিন্দাদের জন্য জারি করা হয় নিরাপত্তা সতর্কতা। দেয়া হয় এলাকাটি এড়িয়ে চলার নির্দেশনা।

আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে এটি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url