আগামী নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণে কাজ করবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

 


নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে কাজ করবে।’ গতকাল দুপুরে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনি উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেবপ্রিয় বলেন, ‘নির্বাচন এখন একটি অবধারিত ঘটনায় পরিণত হয়েছে। চলমান সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ার আলোচনা ও বিতর্কে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।

এ প্ল্যাটফর্মটি নাগরিক ইশতেহার প্রস্তুতের কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছেন।


মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url