নাটোরে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
নাটোরে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার জংলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ সভাপতি।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকালে জরুরি প্রয়োজনের কথা বলে ইসমাইল ভুক্তভোগী নারীকে তার নিজ বাড়িতে ডেকে নেন। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসমাইল ভুক্তভোগীর ওড়না দিয়ে তার মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ে যান।
তিনি আরও জানান, স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ইসমাইলকে ধরে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে। পরে ভুক্তভোগীর স্বামী থানায় মামলা দায়ের করলে হাসপাতাল থেকে ইসমাইল পালিয়ে যায়। পরবর্তীতে, আজ সকালে এলাকাবাসী তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানোর পর পুলিশে হস্তান্তর করে।
মন্তব্য করুন
