খালেদা জিয়াকে তার পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা: রিজভী

 


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’।

শনিবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারিতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে।’ তিনি দাবি করেন, ‘স্বর্ণ কিনে মজুদ করা’, ‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। তার অভিযোগ, ‘সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি’।

তিনি আরও বলেন, ‘দেশে এখন ‘সমাজে অস্ত্রের ঝনঝনানি’, ‘খুনোখুনি’, ‘ছাত্র নিহত হওয়া’র মতো ঘটনা ঘটছে।’ সামনে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক সন্ত্রাস রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

রিজভী দাবি করেন, প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকলেও ভোটার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৫ হাজারের মতো। তাই পাসপোর্ট ব্যবহার করে প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।



মন্তব্য করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url