ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে’ সোহেল রানা

 

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় তৈরি

 হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা। এমন পরিস্থিতিতে দেশে আইপিএলের সব ধরনের

 সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন আবহে ভারতীয় চ্যানেল দেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান

 জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। 

গত সোমবার (৫ জানুয়ারি) সোহেল রানা তার ভেরিফায়েড ফেসবুক আইডি

 (Md MAsud PArvez) থেকে লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে

 প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ

 বন্ধ রাখতে হবে।

পরে অপর একটি পোস্টে ভারতীয় কনটেন্টের সমালোচনা করে সোহেল রানা

 লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের

 সামাজিক বন্ধন কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও

 স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন

 বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় উত্তাল দুই দেশেরই

 ক্রিকেট অঙ্গন। ক্ষুব্ধ বাংলাদেশিরা। তারকা অঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর

 আগে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এ ঘটনায় ভারতকে সরাসরি ধিক্কার

 জানান। সেই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট

 রক্ষায় ভারতীয় চ্যানেল বন্ধের দাবি তুললেন সোহেল রানা।


মন্তব্য করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url