যে কথায় জোটের বিকল্প ভাবনায় যেতে বাধ্য হলো ইসলামী আন্দোলন

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের জোটে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের যোগ না দেয়ার বিষয়ে দলটির ভাবনার উদ্রেক শুরু হয় গত ৯ ডিসেম্বর।

সেদিন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম একান্ত আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় জামায়াত আমির প্রথম আলোর জরিপের কথা টেনে বলেন, ইসলামী আন্দোলনের ভোট জিরো পেয়ন্ট সামথিং।

আর সেটিকে চরমোনাই পীরকে এক ধরনের সরাসরি অপমান করা এবং এই ঘটনার পর থেকেই ইসলামী আন্দোলন বিকল্প চিন্তা করা শুরু করে বলে জানালেন ইসলামী আন্দোরনের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জামায়াতের জোটে নয়, এককভাবে নির্বাচন করার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ নিয়ে গাজী আতাউর রহমান জানান, সেদিনই আমির (সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম) বলেছেন, তাদের (জামায়াত) হয়তো মতলব ভালো না। আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা এই জরিপের মধ্যেই ছিলেন। 

যদিও আজ সংবাদ সম্মেলনে দলটি জামায়াতের নেতৃত্বাধীন জোটে না থাকার বিষয়ে কারণ হিসেবে জানিয়েছে, ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত।

মন্তব্য করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url