বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়ল সোনা ও রুপার দাম

 


যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সাম্প্রতিক তথ্য ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরালো করায় বিশ্ববাজারে সোনা ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদাও বেড়েছে। খবর রয়টার্স।


মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম একপর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারে উঠে নতুন রেকর্ড গড়ে। পরে ইস্টার্ন টাইম অনুযায়ী দুপুরে দাম কিছুটা কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১ দশমিক ৪৯ ডলারে স্থির হয়। অন্যদিকে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৯ দশমিক ১০ ডলারে লেনদেন শেষ করে।

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কোর কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) মাসওয়ারি ০ দশমিক ২ শতাংশ এবং বছরওয়ারি ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা বাজারের পূর্বাভাসের তুলনায় কম। এই তথ্য প্রকাশের পর চলতি বছরে ফেডারেল রিজার্ভের সুদহার কমার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।


হাই রিজ ফিউচার্সের ধাতু ট্রেডিং পরিচালক ডেভিড মেগার বলেন, তুলনামূলকভাবে স্বস্তিদায়ক সিপিআই তথ্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে ফেডের সুদহার কমানোর প্রত্যাশা বাড়িয়েছে।

যদিও জানুয়ারির বৈঠকে ফেড সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে, তবে বিনিয়োগকারীরা চলতি বছরে অন্তত দুই দফা সুদহার কমার আশা করছেন। সাধারণত সুদহার কমলে সুদ না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়।


এদিকে ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় সাবেক কেন্দ্রীয় ব্যাংক প্রধানদের সমালোচনা সামনে এসেছে। পাশাপাশি ইরানকে ঘিরে নতুন শুল্ক আরোপের হুমকি এবং ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনা নিরাপদ বিনিয়োগের চাহিদা আরও বাড়িয়েছে।


কমার্জব্যাংক ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের মূল্য পূর্বাভাস বাড়িয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার করেছে। বাজারের অস্থিরতা মোকাবিলায় সিএমই গ্রুপ মূল্যবান ধাতুর মার্জিন নির্ধারণেও পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৬ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে, যা একপর্যায়ে ৮৯ দশমিক ১০ ডলারের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। প্লাটিনামের দাম অপরিবর্তিত থাকলেও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url