এনসিপির ইশতেহার বিষয়ক উপ-কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইশতেহার বিষয়ক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার বিষয়ক উপ-কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন এহতেশাম হক। পাশাপাশি ইশতিয়াক আকিবকে কমিটির সেক্রেটারি করা হয়েছে।

এছাড়াও উপ-কমিটির সদস্যরা হলেন- জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম ও তুহিন মাহমুদ। 

উপ-কমিটি গঠনের বিষয়ে সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধি-ভিত্তিক এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url