এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে: নুরুল হক নুর

 


জামায়াত, এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুর।

তিনি বলেছেন, নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণকে ব্লাফ, আইওয়াশ করার জন্য কিনা বোঝা যাচ্ছে না।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে নুর এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোটের প্রেক্ষাপট আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নুর বলেন, গণঅধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন চায়। জানুয়ারিতে নির্বাচন হতে পারে, কেনো ফেব্রুয়ারিতে যেতে হবে। এর আগেই সম্ভব।

হীনস্বার্থের জন্য বিভাজনের পথ পরিহারের আহ্বানও জানান তিনি।



মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url