গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক বৃদ্ধ

 


ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্টিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর হুইল চেয়ারে থাকা ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। ইতালির কোমো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। সড়কে নেমে পড়ার পর দুর্ঘটনা এড়াতে তিনি হুইল চেয়ারের দিক পরিবর্তন করতে চেয়েছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তবুও সেই মর্মান্তিক ঘটনা এড়ানো যায়নি।

প্রতিবেদনে বলা হয়, গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর মার্টিনেজও গাড়ি থেকে বেরিয়ে তাকে সাহায্য করতে চেয়েছিলেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই প্রবীণের। এই ঘটনায় দুর্ঘটনাস্থলের আশপাশে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

ইতালিয়ান পুলিশের পক্ষ থেকে রয়টার্সকে জানিয়েছে, ‘কোমো প্রদেশের এক রাস্তার পাশ দিয়ে সাইকেল চালানোর পথেই ছিল ইলেকট্রিক হুইলচেয়ার আরোহী। একপর্যায়ে ইন্টার গোলরক্ষক জোসেফ মার্টিনেজের চালিত কার এসে তাকে ধাক্কা দেয়। মার্টিনেজ গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে যান। কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।’

সংবাদ সংস্থা এপি বলছে, দুর্ঘটনাটি ঘটেছে অ্যাপিয়ানো জেন্টাইলে ইন্টার মিলানের অনুশীলন সেন্টারের পাশে। মিলানের স্প্যানিশ গোলরক্ষক ও আরেক মোটরসাইকেল আরোহী রাস্তায় গাড়ি চলাচল থামিয়ে তাকে সাহায্য করতে যান। এয়ার অ্যাম্বুলেন্সসহ ইমার্জেন্সি গাড়িও পৌঁছে গিয়েছিল দ্রুত, কিন্তু ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় মার্টিনেজের কোনো ক্ষতি না হলেও তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। নিহতের প্রতি সম্মান দেখিয়ে দলের সংবাদ সম্মেলন স্থগিত করেছে ইন্টার মিলান।

আগামীকাল (বৃহস্পতিবার) ইতালিয়ান লিগ সিরি–আ’য় ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচ আছে মিলানের। সেই ম্যাচের আগে ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সেটি স্থগিত করলেও, দুর্ঘটনার বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। গোলরক্ষক জোসেফ মার্টিনেজ মূলত ইন্টারের দ্বিতীয় পছন্দ। ২০২৪ সালে তিনি আরেক ইতালিয়ান ক্লাব জেনোয়া থেকে মিলানে যোগ দেন। তাদের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১২ ম্যাচ। ২৭ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক এর আগে লাস পালমাস ও আরবি লাইপজিগে ছিলেন।


মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url