১১ দলীয় জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন জানালেন রাশেদ প্রধান
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল, বহু সরকার দেখেছি, এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই। এবার দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই। এবার ডা. শফিকুর রহমানকে দেখতে চাই।
কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের জনসভায় নেতাকর্মীদের ঢল নামে।
নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ প্রধান আরও বলেন, নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনও কবুল করেছেন। অতএব ১২ তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমাদের মানবিক নেতাকে ১১ দলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী করব বলে সর্বসম্মতি জ্ঞাপন করেছি। ১৫১ আসন লাগবে কমপক্ষে। কুষ্টিয়ার ৪টা আসনের ৪টাই চাই। ৪-০ গোলে পরাজিত করব। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন
