সারা দেশে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলা ও শারীরিক হেনস্তা করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আগামী ৩১ জানুয়ারি (শুক্রবার) ২০২৬ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশের ডাক দিয়েছে
নির্বাচনি প্রচারণায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে এক বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছে দলটির নারী শাখা। আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এই কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। জামায়াতের অভিযোগ অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের হাতে তাদের নারী কর্মীরা সহিংসতা ও হেনস্তার শিকার হচ্ছেন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন
